ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়নূল গ্যালারিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
জয়নূল গ্যালারিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী শুরু

ঢাকা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটের জয়নূল গ্যালারিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৭ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।



ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ৯ থেকে ১৬ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত  চলবে।

তবে দর্শকরা টিআইবির ওয়েবসাইটে (www.ti-bangladesh.org) প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্টুন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে দুর্নীতিবিরোধী বার্তা পৌঁছানো সম্ভব হবে। এটা দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা-২০১০’র বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

প্রতিযোগিতায় ক’ গ্রুপে প্রথম হন আরাফাত করিম ও খ গ্রুপে মানবেন্দ্র গোলদার।

এছাড়াও দু’টি বিভাগ থেকে ৫২ টি কার্টুনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।