ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে রবি (২৭) ও শাকিল (৩২) নামে ২ যুবক নিহত হয়েছেন।  

চৌদ্দগ্রাম উপজেলার দাতামা গ্রামে বুধবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।



বৃহস্পতিবার সকালে পুলিশ নিহত ২ জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে দাতামা গ্রামে রাস্তা থেকে ২০ গজ দূরে গাছপালার ভেতরে ৭/৮ ব্যক্তিকে জটলা করতে দেখে গ্রামবাসী ডাকাত মনে করে তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে যেতে পারলেও তারা রবি ও শাকিলকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে রাত আড়াইটার সময় স্থানীয় বাসিন্দারা ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রবি-র বাড়ি কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলায় এবং শাকিলের বাড়ি কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্র¯ত্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।