ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় ২ স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষ: নিহত যাত্রীর লাশ উদ্ধার

এম আর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

মাদারীপুর: মাদারীপুরে শিবচরের কাওরাকান্দি-মাওয়া নৌরুটের পদ্মায় কাঁঠালবাড়ি এলাকায় বুধবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষে নিখোঁজ যাত্রী মহি মোল্যার (১৯) লাশ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উদ্ধার করা হয়েছে।

নিহত মহি শিবচরের বাহাদুরপুরের মালেক মোল্লার ছেলে।



শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক বাংলানিউজকে জানান, পদ্মায় দুর্ঘটনাস্থল কাঁঠালবাড়ি এলাকাবাসী সকালে নদীতে লাশ ভাসতে দেখে শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মহি মোল্যার লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, ১১ জন যাত্রী নিয়ে বুধবার রাত ১০ টায় দিকে মাওয়া ঘাট থেকে কাওরাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি স্পিড বোটের সঙ্গে বিপরিত দিক থেকে আসা অপর একটি যাত্রীবিহীন স্পিড বোটের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে পদ্মার কাঁঠালবাড়ি নামক স্থানে। এ ঘটনায় ১০ যাত্রী আহত ও ১ যাত্রী নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad