ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

সিলেট: নগরীর টুকের বাজার এলাকার তেমুখী নামক স্থানে বুধবার রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আট জন আহত হয়েছে।

নিহতের নাম জানা যায়নি।

তবে প্রত্যদর্শীরা জানিয়েছেন নিহত ব্যাক্তি লেগুনার চালকের সহকারী (হেলপার) ছিলেন।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে টুকের বাজার বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস লেগুনার পেছনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। তারা হলেন আব্দুল খালিক (৩০), সুজন (২০), সাহাব উদ্দিন (২০), গিয়াস উদ্দিন (২৩)। হতাহতের সকলেই লেগুনার যাত্রী।

পরে উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার সাথে আলোচনা করে অবরোধ তুলে দেয়।

পুলিশ বাস ও লেগুনা জব্দ করেছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৩ ঘন্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।