ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সামিউলের মা এশা আবারও ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

ঢাকা: রাজধানীর আদাবরে শিশু সামিউল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মা আয়েশা হুমায়রা ওরফে এশার আবারও ৫ দিন ও তার প্রেমিক আরিফের ভাই নুরুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর এক হত্যা  মামলায় আরিফের ৩ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) সাহান হকের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের বিচারক রোকসানা বেগম হেপী এ রিমান্ড মঞ্জুর করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিশেষ পিপি কামরুল হাসান খান আসলাম ও সহকারী পিপি আজাদ রহমান জানান, আরিফের স্বীকারোক্তি অনুযায়ী সামিউলকে ঘটনার আগের দিন টঙ্গীতে রাখা হয়। পরের রাতে তাকে চট্টগ্রাম নেওয়ার কথা বলে মোহাম্মদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ঔষধ খাইয়ে তাকে ঘুম পাড়ানো হয়। ওই দিন বিশ্বকাপ ফুটবলের খেলা থাকায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। এ সুযোগ নিয়ে রিক্সার উপরই তাকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করা হয়। কাঠগড়ায় আয়েশার উপস্থিতেই আরিফ একথা স্বীকার করেন। আয়েশা সব কথা শুনে আরিফের শাস্তি দাবি করেন। আয়েশা বলেন, তার স্বামী শারীরিকভাবে অম হওয়ায় তিনি পরকীয়ায় আসক্ত হন। এসময় আরিফ জানান, কোনোদিন ছাড়া পেলে আয়েশাকে বিয়ে করবেন তিনি। তবে আয়েশা তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

মামলার এজাহারে জানা যায়, আসামী আয়েশা হুমায়রা এশা ও কেএম আজম দম্পতির একমাত্র সন্তান খন্দকার সামিউল আজিম ওয়াফি গত ২২ জুন বিকেল সাড়ে ৫টায় বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তার বাবা কেএম আজিম ওইদিনই আদাবর থানায় একটি জিডি করেন। ২৪ জুন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর পিতা কেএ আজম ওইদিনই আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী এশা ও তার কথিত প্রেমিক আরিফকে আসামী করা হয়।

বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, ৬ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।