ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় সেরা জিলা স্কুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ৯, ২০১৩
কুষ্টিয়ায় সেরা জিলা স্কুল

কুষ্টিয়া: ঐতিহ্যবাহি কুষ্টিয়া জিলা স্কুল এবার এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করেছে।

প্রথমবারের মত জিলা স্কুলের ২১৯জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।



শতভাগ উত্তীর্ণ হওয়া কুষ্টিয়া জিলা স্কুল যশোর শিক্ষা বোর্ডের মধ্যে পঞ্চম স্থান লাভ করেছে। স্কুলের সেরা সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা খুবই আনন্দিত।

স্কুলের প্রধান শিক্ষিকা নীভা রানী পাঠক জানান, ২৮৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্য জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। এটা জিলা স্কুলের সবচেয়ে সেরা সাফল্য। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও ভাল ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪০জন। পাসের হার ৯৯.৩২।

বিজ্ঞানে ১৭৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন। কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্য জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।