bangla news

ফরিদপুরে দেয়াল চাপায় ১ শ্রমিক নিহত, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-২৩ ৭:৩৯:৪১ পিএম

ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে পুরাতন একটি ভবন ভাঙ্গার সময় দেয়ালের নীচে চাপা পড়ে কোরবান আলী (৪০) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক। এরা হলেন সেলিম (৩০) ও মিনা (৩৫)।

ফরিদপুর: ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে পুরাতন একটি ভবন ভাঙ্গার সময় দেয়ালের নীচে চাপা পড়ে কোরবান আলী (৪০) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক। এরা হলেন সেলিম (৩০) ও মিনা (৩৫)।

তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, সকাল থেকে একটি পুরাতন ভবন ভাঙ্গার কাজে অংশ নেয় বেশকিছু শ্রমিক। দুপুরের দিকে বৃষ্টি এলে কয়েকজন শ্রমিক ভবনের সিড়ির নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ করে ভবনের দেয়াল ভেঙ্গে তাদের পড়ে। এতে কোরবান আলী ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিকের বাড়ী রাজবাড়ী জেলায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দেয়ালের নীচে চাপা পড়ে থাকা কোরবান আলীর লাশ উদ্ধার করে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-08-23 19:39:41