ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সার্বক্ষণিক বিদ্যুতের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
সার্বক্ষণিক বিদ্যুতের দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি: সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

‘বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ছাত্রসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে আধা ঘণ্টার জন্য ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করে।



মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে মহাসড়কে অবরোধ তৈরি করলে দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, সাংস্কৃতিক জোট সভাপতি মাহি মাহফুজ, ছাত্র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সার্বণিক বিদ্যুৎ সরবরাহের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

পরে পুলিশের অনুরোধে ১২:৪৫ মিনিটে অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।


বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।