ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ভেজাল পণ্যের কারখানা, র‌্যাবের অভিযানে আটক ৫

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০

ঢাকা : আশুলিয়ায় ভেজাল পণ্যের কারখানার সন্ধান পেয়ে সেখান থেকে মালামালসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- রুমা (২৩), কালু (৩৫), আমিনুল (২৫), রুহুল আমিন (২৮) ও আব্দুস সাত্তার (৪৫)।



আশুরিয়ার পল্লীবিদ্যুৎ সংলগ্ন আমিন মজেল টাউন স্কুলের পাশে কবরস্থানের গলিতে ৩ তলা একটি ভবন ভাড়া নিয়ে তারা ভেজাল পণ্য তৈরি কারখানা স্থাপন করেছিল। ওই বাড়ির মালিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোতালেব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান শুরু করে।

ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ওই ৩ তলা বাসাটিতে নকল ফেনসিডিল এনে তা বোতলজাত করা হতো। বিভিন্ন কোম্পানির নামে নকল জুস তৈরি করা হতো। এছাড়া যৌন উত্তেজক নকল হোমিও ওষুধও তৈরি করা হতো।

র‌্যাবের ক্যাপ্টেন মেহেদি হাসান জানান, কঠোর গোপনীয়তার মধ্যে এরা এখানে ভেজাল পণ্য তৈরি ও তা বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।

এখনও অভিযান চলছে।

এ বিষয়ে মামলার জন্য প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা, ডেসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।