ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় আড়াই শ’ পোশাকশ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০

ঢাকা : দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগে আশুলিয়ায় আড়াই শ’ তৈরি পোশাকশ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়। পুলিশ এ মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে তিন শ্রমিককে।



শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষিত নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডেট নামের তৈরি পোশাক কারখানার আড়াই শ’ শ্রমিকের রিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন কারখানার সহকারী ব্যস্থাপক (প্রশাসন) এনামুল হক। মামলায় ৯৬ জন শ্রমিকের নাম উলেখ করা হয়। বাকিরা অজ্ঞাতপরিচয়।

এ মামলায় পুলিশ সকালে কারখানার গেট থেকে তিন শ্রমিককে গ্রেফতার করে। এরা হচ্ছেন- আয়রনম্যান হাবিবুলাহ, অপারেটর রাজিব ও জুলহাস।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তিন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময় : ১৯২৬ ঘণ্টা, ডেসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।