ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ছিটমহলবাসীদের মিছিল-সামবেশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০

কুড়িগ্রাম : বাংলাদেশ ও ভারতের ছিটমহলবাসীরা ১৯৭৪ সালের ‘ইন্দিরা-মুজিব’ ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের ল্েয বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আয়োজনে প্রায় ৭০টি ছিটমহালের অধিবাসীরা এ কর্মসূচিতে অংশ নেয়।



বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে বিকেল ৩টায় মিছিল শেষে ফুলবাড়ীর দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাটে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দাসিয়ারছড়া ইউনিট কমিটির সভাপতি আলতাফ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সাধারণ সম্পাদক দিপ্তীমান সেনগুপ্ত, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পঞ্চগড় জেলাধীন ছিটগায়াতির মফিজার রহমান, পুটিমারী ছিটমহালের ইয়াছিন আলী, শালমারী কাজল দীঘির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ আলী রতন পোদ্দার প্রমুখ।

সমাবেশের আগে দুপুর ২টায় ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়ীর অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়া থেকে ছিটমহলবাসীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল মোনায়েমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মরকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সম্প্রতি রংপুর বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে ছিটমহল বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সেই লে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। বুধবার থেকে জরিপ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে।

তারা দাবি করেন অবিলম্বে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করে ছিটবাসীদের নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করা হোক।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলায় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলার ৩৩টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এ ছিটমহলগুলোর আয়তন প্রায় ১১০ দশমিক ০২ একর। অপরদিকে বাংলাদেশ ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে, যার মোট আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর।

বাংলাদেশ সময় : বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।