ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতির কাছে গেল হেনরির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০

ঢাকা: সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় এমপি রোমানা মাহমুদের পদ খারিজের জন্য জান্নাত আরা হেনরির দায়ের করা মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার বিবাদী রোমানা মাহমুদের আবেদনে বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।



বৃহস্পতিবার এ আদেশ দেন হাইকোর্ট।

এখন প্রধান বিচারপতিই নির্ধারণ করবেন কোন বেঞ্চে এ মামলার শুনানি হবে।

নবম সংসদ নির্বাচনে পাঁচটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে রোমানা মাহমুদের এমপি পদ খারিজের জন্য ওই আসনে পরাজিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী জান্নাত আরা হেনরি মামলাটি করেছিলেন।

বুধবার বিচারপতি মো. এমদাদুল হকের বেঞ্চে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা ব্যক্ত করে আবেদন করেন রোমানা মাহমুদ। তার আইনজীবী ছিলেন আজমালুল হোসেন কিউসি।

বৃহস্পতিবার ওই আবেদনের ওপর আদেশ দেয় হাইকোর্ট।

বাংলাদেশ সময় ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।