ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শাবিতে ৪ দফা দাবিতে ছাত্রীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

শাহজালাল বিশ্ববিদ্যালয়: হোস্টেলের বর্ধিত ভাড়া প্রত্যাহার, আবাসিক হল নির্মাণসহ ৪ দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় লাইব্রেরি ভবনের সামনে ছাত্রীরা এ মানববন্ধন করে।

পরে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়।

ছাত্রীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসুম ভিলা নামক ছাত্রী হোস্টেলের ভাড়া আট শত টাকা থেকে বাড়িয়ে এগার শত টাকা নির্ধারণ করেছে যা পুরোপুরি অযৌক্তিক।

এছাড়া ভাড়া বাড়লেও হোস্টেলগুলোতে বাড়েনি আবাসিক সুযোগ-সুবিধা। এসব হোস্টেলাগুলোতে এক রুমে ৪/৫ করে গাদাগাদি করে থাকতে হয়। বিদ্যুৎ, পানি, গ্যাসের সমস্যা সব সময় লেগেই থাকে।

এ ব্যাপারে মোবাইল ফোনে ছাত্রী হোস্টেলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।