ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ আটক গাঁজা ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ আটক গাঁজা ব্যবসায়ী

ঢাকা: ফেনসিডিল ব্যবসা ছেড়ে গাঁজার ব্যবসা ধরেও রেহাই পেলেন না কামাল হোসেন (২৭)। নানা কৌশল খাটিয়ে অনেক কসরৎ করেও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ফাঁকি দিতে ব্যর্থ হওয়ায় ২০ কেজি গাঁজাসহ তাকে আটক হতে হয়েছে।



মাদক নিয়ন্ত্রণের গুলশান জোনের কর্মকর্তারা ছদ্মবেশে গাঁজা ব্যবসায়ী সেজে রাজধানীর পোস্তা এলাকা থেকে বুধবার রাতে কামাল হোসেনকে আটক করে।

মাদকের গুলশান সার্কেলের পরিদর্শক (ওসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম সন্ধ্যা থেকেই পোস্তা এলাকায় ওৎ পেতে থাকেন। রাত ৮টার দিকে দুটি ট্রাভেল ব্যাগে ২০ কেজি গাঁজা নিয়ে পরিদর্শক হেলালউদ্দিন ভূঁইয়ার কাছে পৌঁছেন কামাল হোসেন। টাকা-পয়সা লেনদেনের পর গাঁজা হস্তান্তরের সময়ই অভিযান টিমের সদস্যরা তাকে জাপটে ধরেন। গাঁজা ব্যবসায়ী কামাল হোসেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কিছু সন্ত্রাসী আশপাশে থাকলেও অভিযানের মুখে তারা পালিয়ে যান বলে জানা গেছে।

গাঁজাসহ ধৃত কামাল হোসেনের পিতার নাম মৃত মনা মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগাড়িয়া গ্রামে। কামাল জানান, তিনি এর আগে ফেনসিডিল ব্যবসা করলেও ইদানিং রাজধানীতে গাঁজার সাপ্লাই দিচ্ছেন। তিনি আরও জানান, তাদের গ্রাম নলগাড়িয়াসহ পাশের আরও দুটি গ্রামের শতকরা ৯০ ভাগ অধিবাসী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় অধিবাসীরা ছোট ছোট আকারে মাদক পাচার কর্মকাণ্ডে জড়িয়ে আছে।

মাদকের গুলশান সার্কেলের ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, অব্যাহত অভিযানের মুখে ফেনসিডিল চোরাচালান প্রায় বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু ব্যবসায়ী গাঁজাসহ অন্যান্য মাদক পাচারের অপচেষ্টা চালালেও অভিযানের মুখে তারা ধরা পড়ছে।

বাংলাদেশ সময় : ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।