ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বিডিআর বিদ্রোহ বিচারের রায় ২৩ ডিসেম্বর

মাজেদ রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

জয়পুরহাট: জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলায় অভিযুক্ত ২০ জওয়ানের বিরুদ্ধে স্যা গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

বুধবার সন্ধ্যায় আদালতের কার্যক্রম শেষে ৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বাংলানিউজকে এ কথা জানান।

জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহ মামলার বিচার হচ্ছে বিশেষ আদালত ১৩ তে। এ আদালতে ৩ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মদ। অপর দুই সদস্য হলেন লে. কর্নেল মাহফুজ আলম ও মেজর দিদার আল লতিফ। এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন শ্রী বিশ্বজিৎ রায়।

আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর-১ মো. মোখলেছুর রহমান ও মো. রফিকুল ইসলাম মিঠু।
 
২০ জওয়ানকে বিশেষ আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়।   অভিযুক্ত ২০ জওয়ানের মধ্যে ১৩ জন বিশেষ আদালতে দোষ স্বীকার করেন।   আদলতে ১৮ জন সাী  প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।