ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারীনীতিতে কোরআন-সুন্নাহ বিরোধী একটি অক্ষরও নেই : দীপু মনি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
নারীনীতিতে কোরআন-সুন্নাহ বিরোধী একটি অক্ষরও নেই : দীপু মনি

চাঁদপুর: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রস্তাবিত নারীনীতিতে কোরআন-সুন্নাহ বিরোধী একটি অক্ষর, একটি শব্দও নেই। ’

তিনি বলেন, ‘নারীদের তথা দেশের উন্নয়নের স্বার্থে মিথ্যা প্রচারকারীদের ঠেকাতে হবে।

১৯৬১ সালের নারী আইনে অনেক কিছু পরিবর্তন হয়নি, এখন তা আনা হচ্ছে। ’

শনিবার দুপুরে  চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট ভবন ও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইলিশের জন্য চাঁদপুরে একটি বিশেষায়িত ইলিশ গবেষণা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘দেশে মৎস্যজীবী বা জেলেদের এখনো কোনো জরিপ বা তালিকা নেই। অথচ অন্যান্য পেশার লোকজনের তালিকা রয়েছে। ’

বাংলাদেশে জেলেদের তালিকা করে পরিচয়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে মৎস্য মন্ত্রী জানান।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক এম জি হোসেন, জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।