ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে স্ত্রী-হত্যার দায়ে স্বামীর ফাঁসি, ৩ সহযোগীর যাবজ্জীবন

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

বাগেরহাট: বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ও তার সহযোগী অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোঃ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।



মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের নজির মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৬)।

যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন মোকিত মোল্লার ছেলে হেদায়েত মোল্লা (৪৫), ইসমাইল মোল্লার ছেলে মোতাহার হোসেন ওরফে মোতাস্সিন (৪০) ও মতিয়ার রহমানের ছেলে বায়েজিদ রহমান (৩২)। এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার সংপ্তি বিবরণে জানা যায়, জামাল মোল্লার সঙ্গে বিয়ে হয় চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আক্তার হোসেনের মেয়ে পারভীন আক্তারের। যৌতুকের দাবিতে জামাল প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এক পর্যায়ে গত ২০০৬ সালের ৮ এপ্রিল রাত ১০টার দিকে তিনি তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে পারভীন আক্তারকে জবাই করেন।

এ ঘটনায় নিহত পারভীন আক্তারের ভাই জাহিদ শেখ বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্যাগ্রহণ শেষে আদালতে দোষী প্রমাণিত হওয়ায় জামালকে মৃত্যুদণ্ড ও বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপরে কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ।

জামাল-পারভীন দম্পতির দু’টি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।