ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইভটিজারের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে ইসমাইল হোসেন (৩২) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের হাজী পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত ওই বখাটে ঢাকার তুরাগ থানার কামার পাড়ার শেখ আলিমের ছেলে।

জানা যায়, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার এক গৃহিনীকে দীর্ঘ ২ বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল কথা বলতো। একপর্যায়ে ইসমাইল ঠাকুরগাঁওয়ে এসে ওই গৃহিনীকে উত্ত্যক্ত করতো। মঙ্গলবার রাতে ইসমাইল ওই গৃহিনীর বাড়িতে আসলে এলাকাবাসী গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোপাল চক্রবর্তী বাংলানিউজকে জানান, দণ্ড প্রাপ্ত ইসমাইলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।