ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানিবণ্টন সহযোগিতা নিয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে যাচ্ছে প্রতিনিধি দল

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
পানিবণ্টন সহযোগিতা নিয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে যাচ্ছে প্রতিনিধি দল

ঢাকা: চারদেশীয় পানিবন্টন ও সহযোগিতা নিয়ে আলোচনায় অংশ নিতে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞদল বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর যাচ্ছে।

সিঙ্গাপুরের রাজা রত্নম স্কুল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর উদ্যোগে এ সেমিনাওে বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের প্রতিনিধি দল অংশ নেবে।

   

বাংলাদেশের প্রতিনিধি দলে থাকছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহমেদ করিম, সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের, বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ- বিস এর মহাপরিচালক মেজর জেনারেল (অব) মনিরুজ্জামান ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

সিঙ্গাপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২ থেকে ৩ ডিসেম্বর এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে হিমালয়ের পাদদেশের দেশগুলোতে নদীর পানিবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে বাংলানিউজকে জানান হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, চার দেশ থেকেই বিশেষজ্ঞরা এ সেমিনারে অংশ নেবেন। আশা করছি দীর্ঘ দিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রণয়ন সম্ভব হবে এ সেমিনারের মধ্য দিয়ে।

বাংলাদেশ সময় ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad