ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: ঔদ্ধত্য আচরণ করায় এক জওয়ানের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
বিডিআর বিদ্রোহ: ঔদ্ধত্য আচরণ করায় এক জওয়ানের ৬ মাসের কারাদণ্ড

ঢাকা: বিডিআর সদর দফতর দরবার হলে স্থাপিত বিশেষ আদালতে বিচার চলাকালে ঔদ্ধত্য আচরণ করায় আব্দুল বাসেত নামের এক বিডিআর জওয়ানকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিশেষ আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এ আদেশ দেন।



জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানার দরবার হলে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের  বিরুদ্ধে স্যা গ্রহণ অব্যাহত রয়েছে। সকাল ৯টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। বুধবার ৩ জন স্যা দেন। এ নিয়ে মোট ১২জনের স্যা নিয়েছেন আদালত।

আদালত আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।