ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্ব এইড্স দিবস আজ: বাংলাদশে এইচআইভি পজেটিভ ২০৮৮, এইড্স আক্রান্ত ৮৫০

সাঈদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
বিশ্ব এইড্স দিবস আজ: বাংলাদশে এইচআইভি পজেটিভ ২০৮৮, এইড্স আক্রান্ত ৮৫০

ঢাকা: আজ বিশ্ব এইড্স দিবস। এবারের এইড্স দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’।



বিশ্ব এইড্স দিবস ২০১০ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক জানান, ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের সর্বমোট  এইচআইভি পজেটিভ লোকের সংখ্যা ২০৮৮ জন, এইড্সে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫০ জন।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এ পর্যন্ত মারা যাওয়া এইড্স রোগীর সংখ্যা সর্বমোট ২৪১ জন। এছাড়া দেশে এইচআইভি ভাইরাস পরীক্ষিত লোকের সংখ্যা ৩২ হাজার ২০১ জন।

বর্তমানে বাংলাদেশে আটটি সরকারি ও বেসরকারি প্রোগ্রাম এইচআইভি (এইডস) নিরুপনে কাজ করছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহ, মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশের সেভ দ্যা চিলড্রেন (ইউএসএ) এর ভারপ্রাপ্ত পরিচালক বারবারা বরজোন, বাংলাদেশে ইউএনএফপি’র ক্যান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্থার আর্কেন প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২০ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।