ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০

বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার বকুলতলায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম বাংলানিউজকে জানান, মহাসড়কের বকুলতলা এলাকায় সকাল ৭টার দিকে একটি ভাংগাড়ি মালামাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৮৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে গিয়ে আঘাত হানে।

এ সময় ট্রাকে থাকা ভাংগাড়ি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মারাত্মক আহত ট্রাকের হেলপারকে বাগেরহাট ফায়ার সার্ভিসের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হেলপারের নাম ও পরিচয় পাওয়া যায়নি।   ট্রাক চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ