ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালে ঢাবি ও শাহবাগ এলাকার পরিস্থিতি ছিল স্বাভাবিক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: মঙ্গলবার সারা দেশে বিএনপির ডাকা সকাল সন্ধা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও এর আশপাশের এলাকা স্বাভাবিক ছিলো। তবে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নিধারিত কোনো পরীক্ষা ও কাশ অনুষ্ঠিত হয়নি।

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

সকাল ১০টার দিকে শাহবাগ থানাপুলিশ টিএসসি ও শাহবাগ মোড় থেকে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী  মাহমুদুল ইসলাম (আইইআর মাস্টার্স) ও নিজাম উদ্দীন রোকনকে (রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষ) আটক করে।  

মঙ্গলবার সকালেই শাহবাগ মোড়, নীলক্ষেত, পলাশী ও হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

দুপুর ১১ টার দিকে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাম্পাসে হরতাল বিরোধী মিছিল বের করে। ছাত্রদলের কোনো তৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশে চোখে পড়েনি।

বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৭৫০ঘণ্টা, নভেম্বর ৩০ ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।