ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে মিজান খান (২৭), রাকিব মোল্লা (২৪), নূর আলম হাওলাদার (২৫), রুহুল মোল্লা (১৭), শাহনাজ পারভীন (২৭), তমাল কাজী (৩০), স্বপন খান (৩৮) ও সহিদ কাজীকে (২৫) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল খানের সমর্থক তুহিন খান এর সাথে সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজীর সমর্থক মোতালেব খানের সকালে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মিন্টু কাজীর লোকজন ইসমাইল খানের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

এ সময় তুহিন খানের নেতৃত্বে ইসমাইল খানের সমর্থকরা একত্রিত হয়ে মিন্টু কাজীর লোকজনের উপর পাল্টা হামলা চালায়।

এতে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

জাজিরা থানার অফিসার ইন চার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো থানায় কেউ অভিযোগ নিয়ে আসে নি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।