ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটই বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

দিনাজপুর: যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিটই বন্ধ হয়ে গেছে।

তবে বুধবারের মধ্যেই একটি ইউনিট চালু হবে বলে কর্তৃপ আশা করছে।



মঙ্গলবার ভোরে সুপার হিটার টিউব লিকেজের কারণে তাপবিদ্যুৎকেন্দ্রের ২নং ইউনিটটি বন্ধ করা হয়। এর আগে একই কারণে গত ২১ নভেম্বর রাতে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ২৭ নভেম্বর ভোরে ইউনিটটিকে চালু করা হলেও ল্যমাত্রা অনুযায়ী উৎপাদনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতাসম্পন্ন ২নং ইউনিট থেকে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো।
 
এদিকে, ওভার হোলিংয়ের (বাড়তি সংরণ) জন্য গত ৮ নভেম্বর থেকে ১ নং ইউনিটটি বন্ধ রয়েছে যা মেরামত শেষে আগামী ২০ ডিসেম্বর চালু হওয়ার কথা।

এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হাওলাদার বাংলানিউজকে বলেন, ‘আগামীকাল বুধবার ২নং ইউনিটটিকে চালু করার জন্য মেরামত কাজ অব্যাহত রয়েছে। ১নং ইউনিটটি আগামী ডিসেম্বরে ২০ তারিখের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ