ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সায়েদাবাদ-যাত্রাবাড়ি এলাকায় ৩টার পর হরতাল শেষ

হায়াত মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
সায়েদাবাদ-যাত্রাবাড়ি এলাকায় ৩টার পর হরতাল শেষ

ঢাকা: মঙ্গলবার বেলা ৩টার পর রাজধানীর সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকায় পুরোদমে যানবাহন চলতে শুরু করে। দেখে বলার উপায় নেই ছিল না যে, মঙ্গলবার বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে!

দুপুরের পর থেকে যাত্রীরা ধীরে ধীরে টার্মিনালে আসতে শুরু করেন।

আর যাত্রী পেলেই দেশের পূর্ব ও পূর্ব-দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে গন্তব্যের পথে। এমনকি, গাড়ির ছাদে মালামালও বোঝাই করতে দেখা গেছে যাত্রীদের।

এছাড়া ঢাকা নগরীতে চলাচলকৃত সব ধরনের যানবাহনকে নির্দ্বিধায় চলাচল করতে দেখা যায়।

তবে ব্যতিক্রমের বিষয় হচ্ছে, অন্যান্য দিনের মতো নগরীতে যানজট চোখে পড়েনি।

একই চিত্র দেখা গেছে, যাত্রাবাড়ী এলাকায়ও। সকাল থেকেই এ এলাকায় যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। তবে, অন্যান্য দিনের তুলনায় ছিল কিছুটা কম।

দুপুরের পর থেকে যাত্রাবাড়ী এলাকায় যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে। মাঝে মাঝে যানজটও দেখা গেছে।

এছাড়া এলাকার কিছু কিছু মার্কেট ও দোকান দুপুরের আগে বন্ধ থাকলেও দুপুরের পর সব খুলে দেন মালিকরা।

বিএনপির নেতা-কর্মীরা হরতালের পক্ষে প্রধান সড়কে মিছিল বের করার চেষ্টা করেও পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধার মুখে তা করতে পারেননি। ফলে, কোনো পিকেটিংও তারা করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৫, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।