ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে মঙ্গলবার অস্ত্র নিয়ে বহিরাগতরা প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মনিরুল ইসলামের দুই সহযোগী বাপ্পী ও সাত্তার হোসেন সচিবালয়ে প্রবেশ করতে যান। এসময় নিরাপত্তাকর্মীরা তাদের ব্যাগ তল্লাশি করলে একটি রিভলবার পাওয়া যায়। পরে সাংসদ তাদের সচিবালয়ের ভেতরে নিয়ে যান।

তবে এব্যাপারে সচিবালয় নিরাপত্তা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বাংলানিউজকে  বলেন, ‘এরকম অভিযোগ আমরা শুনেছি। ’

অস্ত্র নিয়ে কাউকে সচিবালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

দুই দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের পাস দুটিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব অশোক মাদব রায়ের স্বার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।