ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় ছাত্র ও যুবদলের ৬ জন আহত

এমএইচআর রিংক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বরগুনা: বিএনপি’র ডাকা হরতাল বিচ্ছিন্ন কয়েকটি ঘটানা ছাড়া বরগুনায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে বামনা উপজেলায় হরতাল সমর্থকদের ওপর পর সরকারদলীয় কর্মীদের হামলায় ছাত্রদল ও যুবদলের ৬ কর্মী আহত হয়েছেন।



এছাড়া জেলার অন্যান্য উপজেলায় হরতাল সমর্থকদেরকে পুলিশ ও সরকারদলীয় সমর্থকরা বাধা দিলেও কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

পরে বিএনপি নেতা-কর্মীরা ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন স্পটে পিকেটিং করে। দুপুরে সরকারদলীয় সমর্থকরা হরতালের বিরুদ্ধে মিছিল বের করলে শহরে আতংক ছড়িয়ে পরে। জানা গেছে, বিকেলে হরতালের জেলা কার্যালয়ের সামনে সমর্থনে সমাবেশ করবে বিএনপি।

এদিকে হরতালকে সামনে রেখে সোমবার রাতে বরগুনা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হাওলাদারকে  আটক করে পুলিশ।


বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।