ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা আন্তর্জাতিক বইমেলা শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বই মেলা শুরু হচ্ছে বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলার প্রতিপ্রাদ্য ‘রূপকল্প-২০১১ রূপায়নে গ্রন্থ’।

তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রতিদিন দুপুর দুইটায় শুরু হয়ে মেলা চলবে রাত নয়টা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে সকাল ১১টায়। প্রবেশমূল্য ধরা হয়েছে পাঁচ টাকা। তবে প্রমাণ সাপেক্ষে শিক্ষার্থীরা বিনাটিকিটে প্রবেশ করার সুযোগ পাবেন।

মেলায় ২২৩টি দেশি এবং বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়া, ইরান সংস্কৃতি কেন্দ্র এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়।

মেলা উপলক্ষে বুধবার সকাল নয়টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর থেকে জাতীয় প্রেসকাব সড়ক পর্যন্ত একটি বুক র‌্যালি বের করা হবে।

বই বিক্রির পাশাপাশি মেলায় মুক্ত আলোচনা, লালনের গান, গণসঙ্গীতের আসর এবং আলোচনাধর্মী অনুষ্ঠান হবে।

মেলায় বই বিক্রিতে থাকবে শতকরা ২৫ ভাগ ছাড়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।