ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতির অপসারণ দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
প্রধান বিচারপতির অপসারণ দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

ঢাকা: প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অপসারণ দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি সমর্থক প্রবাসী বাঙালিরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া সংক্রান্ত সাম্প্রতিক ঘটনায় প্রধান বিচারপতির ভূমিকার কারণে সমাবেশে তার অপসারণ দাবি করা হয়।



নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্র“কলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় যুক্তরাষ্ট্র বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা মহাজোট সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের সরকারি ষড়যন্ত্রে সাড়া দিয়ে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন। এ কারণে তার অপসারণ জরুরি হয়ে পড়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, কাজী আজম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাজী মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ।

বক্তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন-হয়রানিরও তীব্র প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।