ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাভার ও আশুলিয়ায় হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-ধাওয়া

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: মঙ্গলবার সারা দেশব্যাপী বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাভার ও আশুলিয়ায় বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে বিক্ষোভ করেছেন।

হরতালের সময় মঙ্গলবার সকালে হরতাল সমর্থকরা সাভারের রাজফুলবাড়িয়ায় একটি প্রাইভেটকার জ্বালিয়ে দিয়েছে।



এদিকে, আশুলিয়ায় জিরাবো বাসস্ট্যান্ড থেকে সকালে পুলিশের বাধা উপো করে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাহউদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিােভ মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে পিকেটিং ও সমাবেশও করেন।

অন্যদিকে, একইস্থানে হরতালের বিপে বিােভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা মোটরসাইকেলে মহড়া দিয়ে পিকেটারদের ধাওয়া করে।

পিকেটার ঠেকাতে আশুলিয়ায় জলকামান দিয়ে মহড়া দেয় পুলিশও।

অপরদিকে, ধামরাইতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।