ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে হরতালের সংবাদ সংগ্রহে পুলিশের বাধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: রাজধানীতে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের।

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সংবাদ সংগ্রহে বাধা দিলে এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় মানবজমিন পত্রিকার কর্তব্যরত এক সংবাদকর্মীর।



আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মান্নান মারুফ জানান, হরতালের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দিলে দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট কাফি কামালের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সব সাংবাদিক এর প্রতিবাদ জানাতে থাকেন।

এ সময় র‌্যাবের একজন ক্যামেরাম্যান ঘটনাটি ভিডিও করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরে পুলিশ এবং র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ধারণকৃত ভিডিও ডিলিট করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা,  নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad