ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা: একটি মামলায় তদন্তের সময় আরও বাড়লো

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৩ মাস সময় পেলেন মামলার তদন্ত কর্মকর্তা।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ঊর্ধ্বতন বিশেষ আদালতের বিচারক জহুরুল হক এ আদেশ দেন।


তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আকরাম উদ্দীন শ্যামল।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহ্হার আকন্দ চার মাস সময় বাড়ানোর আবেদন করেছিলেন। এর পূর্বে আদালত একাধিকবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে দেন।

উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত ২২ আগস্ট আরও ১০৫ দিন সময় বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।