ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতাল: রাজধানীতে আটক ৪৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

ঢাকা: বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

বিভিন্ন সূত্র থেকে বাংলানিউজ’র সিনিয়র করেসপন্ডেন্ট সাঈদুর রহমান রিমন জানান, সকাল থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মোট ৪৮ জন পুলিশের হাতে আটক হয়েছেন।



সকাল সাড়ে ১০ টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ৩৫ নেতা কর্মীকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশ শিশু একাডেমি এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে ককটেল বিস্ফোরণের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

মগবাজার ওয়ারলেস গেট এলাকা থেকে বিএনপি নেতা হান্নান শাহ’র মিছিল থেকে পুলিশ ৩ জনকে আটক করে।

উত্তরা আবদুল্লাহপুর থেকে সকাল পৌনে নয়টার সময় বিআরটিসি’র একটি বাসে আগুন লাগলে ঘটনার সন্দেহে পুলিশ চালক ও এক সহকারীকে আটক করে।

মালিবাগ মোড়ের একটি বাসার ছাদ থেকে টহল পুলিশকে লক্ষ করে ককটেল নিপেক্ষ করা হলে পরে পুলিশ ওই বাড়ি থেকে ৩ জনকে আটক করে।

মুগদা এলাকা থেকে পিকেটিংয়ের দায়ে ৩ জনকে আটক করে সবুজবাগ পুলিশ।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।