ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পাথরবোঝাই ট্রাক থেকে ৪০৫ বোতল ফেন্সিডিল আটক

টি. এম. মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বগুড়া: পাথরবোঝাই ট্রাক থেকে ৪০৫ বোতল ফেন্সিডিল আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। এ সময় পুলিশের গাফিলতির কারণে পালিযে যেতে সক্ষম হয় আটক করা ট্রাকের চালক।



সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ট্রাক থেকে ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি মঙ্গলবার সকালে বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া শহরসংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকা থেকে সোমবার দিনগত রাত ১০টার দিকে পাথরবোঝাই ট্রাক (খুলনা-ট-০৬৯৪) থেকে ৪০৫ বোতল ফেন্সিডিল আটক করা হয়। ’

আটক ট্রাকটি হিলি-জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানান ওই এসআই।  

এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ