ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার সকালে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।



ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাবি ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা-এর নেত্বত্বে বিএনপির ডাকা হরতালকে সফল করতে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় রাবি ছাত্রলীগ হরতাল প্রতিহত করতে পাল্টা মিছিল বের করে ছাত্রদলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অবস্থান নেয় এবং ছাত্রলীগের কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ছাত্রলীগও এ সময় পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে।

এক পর্যায়ে ইটের আঘাতে ছাত্রলীগের কর্মী আহম্মেদ, সেলিম, ফারদিন, কুদ্দুস, নাজমুল, শরীফ, রিপন এবং রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক, রাজ্জাক, রেজাসহ অনেকে আহত হন।

আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে ছাত্রলীগ হরতাল বিরোধী শ্লোগান নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে।  
এদিকে, হরতাল প্রতিহত করার বিষয়ে রাবি শাখা ছাত্রলীগ কর্মী আহমেদ জানান, ‘বিএনপি জনগণের স্বার্থে নয়, খালেদার বাড়ি রার্থে হরতাল ডেকেছে, যা ক্যাম্পাসসহ দেশের শিার ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করবে। এ জন্য হরতালকে আমরা প্রতিরোধ করবো। ’
 
এ প্রসঙ্গে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল সফল করতে মিছিল বের করি। কিন্তু, ছাত্রলীগ আমাদের বাধা দিয়ে ধাওয়া করে। ইটপাটকেল নিক্ষেপ করে। ’
 
ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, ‘সার্বিক পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। অনাকাক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। ’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।