ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিড়হীন কমলাপুর রেলস্টেশন, ট্রেন চলছে সিডিউল অনুযায়ী

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

কমলাপুর রেলস্টেশন থেকে: বিএনপির ডাকে মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা কমলাপুর রেলস্টেশনে প্রতিদিনের মতো যাত্রীদের উপচে পড়া ভিড় নেই।

তবে সকাল থেকে সিডিউল অনুযায়ী, বিভিন্ন রুটে ৮ থেকে ১০টি ট্রেন চলাচল করলেও এসব ট্রেনে যাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় কম।



কমলাপুর রেলস্টেশনের তথ্য ও অনুসন্ধান কেন্দ্রের কর্মকর্তা হাফিজ বাংলানিউজকে বলেন, ‘সকাল থেকে সিডিউল অনুযায়ী বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেছে এবং বিভিন্ন রুট থেকে ঢাকায় ট্রেন এসে পৌঁছেছে। তবে যাত্রীদের উপস্থিতি অনেক কম। ’

তিনি বলেন, ‘সকাল ৭টা ৫০ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে, সুন্দরবন এক্সপ্রেস ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশে এবং সকাল সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। ’

এ ছাড়াও সকাল থেকে বেশ কয়েকটি মেইল ট্রেন ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

অপরদিকে, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে তৃণা নিশীথা এক্সপ্রেস, সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকায় এসে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ