ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘প্রধান বিচারপতি ট্র্যাডিশন ভঙ্গ করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
‘প্রধান বিচারপতি ট্র্যাডিশন ভঙ্গ করেছেন’

ঢাকা: হাইকোর্টে আপিল বিভাগের ঢোকার মূল গেটে তালা লাগিয়ে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সকালে সুপ্রিমকোর্ট ঘিরে অর্ধশতাধিক আইনজীবী হরতালের সমর্থনে স্লোগান দেন।

সেখানে তাদের নেতৃত্ব দেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

এদিকে, মঙ্গলবার আপিল বিভাগে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ইস্যুতে করা আদালত অবমাননা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তবে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ব্যারিস্টার রফিকুল হক বাংলানিউজকে বলেন, ‘আজ শুনানিতে অংশ নেওয়ার প্রশ্নই ওঠেনা। ’

তিনি বলেন, ‘কোনো মূল দলের ডাকে হরতাল পালনের দিন আদালত চালানো সুপ্রিম কোর্টের ইতিহাসে নেই। এরশাদ বিরোধী আন্দোলন থেকেই তা দেখে আসছি। ’

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ট্র্যাডিশন ভঙ্গ করেছেন বলেও অভিযোগ আনেন তিনি।

এদিকে, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সকাল ৮টায় ঢুকে পড়েন আপিল বিভাগে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকাল সোয়া নয়টার দিকে বিকল্প পথে আপিল বিভাগ ঘুরে আসেন। আপিল বিভাগে ব্যারিস্টার রফিকুল হককেও দেখা গেছে।

তবে সকাল ৯টায় কোর্ট বসার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত তা বসেনি।

আপিল বিভাগের সামনে অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বাংলাদেশ সময় ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।