ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি: আদালত অবমাননা মামলার শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি: আদালত অবমাননা মামলার শুনানি আজ

ঢাকা: বিচারাধীন মামলা থাকার পরও খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ কেন অবৈধ নয় মর্মে দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি আজ মঙ্গলবার।

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হবে।

অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি সৈয়দ মোজাম্মেল হোসেন।

গত ২৩ নভেম্বর সকালে চেম্বার জজ এস কে সিনহার আদালতে এ মামলা দায়ের করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য, এর আগে বাড়ি ছাড়ার নির্দেশের বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিলসহ তার তিনটি মামলা খারিজ করে দেন আদালত। একইসঙ্গে মঙ্গবার পর্যন্ত মুলতবি করেন আদালত অবমাননা মামলার শুনানি।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।