ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালের সকালে নয়াপল্টনে ২৪ জনকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
হরতালের সকালে নয়াপল্টনে ২৪ জনকে আটক

নয়াপল্টন থেকে: রাজধানীর নয়াপল্টন এলাকায় মঙ্গলবার সকালে হরতাল চলাকালে বিএনপির ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সোয়া ৭টার দিকে বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে তাদের আটক করা হয়।



সিনিয়র করেসপন্ডেন্ট মান্নান মারুফ ঘটনাস্থল থেকে জানান, সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের ঘেরাও করে ফেলে এবং লাঠিচার্জ করে।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে বাংলাদেশ মৎস্যজীবী দলের সভাপতি মো. মাহতাব হোসেনসহ ২৪ জনকে আটক করে।

এদিকে, সকাল ৬টা থেকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। ফলে, সেখানে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।