ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপন বৈঠক করার অভিযোগে নাটোর ৭ জন আটক

নাটোর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

নাটোর: নাটোরের বড় হরিসপুর চেয়ারম্যান রোডের এক বাড়ি থেকে সোমবার রাত পৌনে ১২টায় পুলিশ ৭ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ধারণা করছে আটককৃতরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

তারা গোপন বৈঠক করছিলেন।  

সদর থানার পুলিশের উপপরিদর্শক মুখলেসুর রহমান জানান, বড় হরিসপুর চেয়ারম্যান রোডের একটি বাড়িতে তিন স্টেশনারি ব্যবসায়ি ভাড়া থাকেন। সোমবার রাতে এলাকার লোকজন থানায় খবর দেয় ওই বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। সন্দেহ করা হচ্ছে তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

আটককৃত আশরাফুজ্জামান, রাসেল, কবির হোসেন, মোস্তফা, সানমান ইসলাম, মনোয়ার আক্তার, ইদ্রিস আলীকে থানায় নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত হবে। তদন্তে দোষী না হলে তাদের ছেড়ে দেওয়া  হবে।

বাংলাদেশ সময়: ০১০৫ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।