ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক নজরে জলবায়ু সম্মেলন

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
এক নজরে জলবায়ু সম্মেলন

ঢাকা: কনফারেন্স অব পার্টিজ (কোপ) হচ্ছে জাতিসংঘ ভুক্ত দেশগুলোকে নিয়ে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

২৯ নভেম্বর মেক্সিকোর কানকুনে এর ১৬ তম সম্মেলন শুরু হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক এর আগের সম্মেলনগুলো কবে, কোথায় হয়েছিল।

কোপ-১: ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়। কোপ-১ মূলত বার্লিন ম্যানডেট নামে পরিচিত।
 
কোপ-২: ১৯৯৬ সালের জুলাইতে সুইজারল্যান্ডের জেনেভাতে হয়েছিল।

কোপ-৩: ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিওটোতে অনুষ্ঠিত হয়। এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কিওটো প্রটোকল হিসেবে পরিচিত।

কোপ-৪: আর্জেন্টিনায় ১৯৯৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল।

কোপ-৫:  জার্মানির বন শহরে অনুষ্ঠিত হওয়ার আবার ১৯৯৯ সালের অক্টোবর-নভেম্বর মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়।
 
কোপ-৬: ২০০০ সালের নভেম্বরে। ভেন্যু ছিল নেদারল্যান্ডসের হেগ। ২০০১ সালে কোপ-৬ এর আরেকটি সম্মেলন হয় জার্মানিতে।

কোপ-৭: ২০০১ সালের অক্টোবর-নভেম্বরে মরোক্কোর মারাক্কাস এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোপ-৮: ২০০২ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

কোপ-৯: ২০০৩ সালের ডিসেম্বরে ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হয়।
 
কোপ-১০: ২০০৪ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয়।  

কোপ-১১: কানাডার মন্ট্রিয়লে ২০০৫ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়।
 
কোপ-১২: ২০০৬ সালের নভেম্বরে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হয় কোপ-১২।

কোপ-১৩: ইন্দোনেশিয়ার বালিতে ২০০৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়।

কোপ-১৪: ২০০৮ সালের ডিসেম্বরে পোল্যান্ডের পজনানে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
 
কোপ-১৫: ২০০৯ সালের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোপ-১৬: সোমবার গত ২৯ নভেম্বর মেক্সিকোর কানকুনে সম্মেলন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়:১২৪৭ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।