ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লন্ডনের কিংস কলেজে বাংলাদেশ বিষয়ে ৪ মাসব্যাপী সিরিজ বিতর্ক

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

লন্ডন: লন্ডনের বিখ্যাত কিংস কলেজে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্র“য়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছ বাংলাদেশ বিষয়ক মোট ৬টি বিতর্ক।

বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক এইসব বিতর্কে মূল প্রবন্ধ উত্থাপন করবেন সংশ্লিষ্ট বিষয়ে খ্যাতিমান আন্তর্জাতিক গবেষকরা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও আন্তর্জাতিক প্রোপট নিয়ে এইসব বিতর্কে আলোচনা হবে।  

কিংস কলেজ বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত বিষয়ভিত্তিক এই বিতর্ক অনুষ্ঠানগুলোতে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের পে সংশ্লিষ্ট ইস্যুতে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন বলে হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন।

অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের সরকারি দল, বিরোধীদলসহ কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাঙালি কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী অন্যান্য ভাষাভাষী নাগরিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কিংস কলেজ লন্ডনের গাইজ ক্যাম্পাসের হ্যারিস লেকচার থিয়েটারে অনুষ্ঠেয় এইসব বিতর্ক অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বাইরে অন্যসব কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিতর্ক অনুষ্ঠানগুলোতে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে:

১৬ ডিসেম্বর’ ২০১০:  ‘গ্রাউন্ড জিরো: দি ইমপেক্ট অব কাইমেট চেইঞ্জ অন বাংলাদেশ’- এর সাথে প্রদর্শিত হবে ভিডিও ডকুমেন্টারি ‘আন রিপোর্টেড ওয়ার্ল্ড: বাংলাদেশ, দ্য ড্রাউনিং কাান্ট্রি’। মূল প্রবন্ধ: ড.  সালিমুল হক, ইন্টারন্যাশনাল ইন্সিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ।

১৩ জানুয়ারি’ ২০১১:  ‘দ্য নেচার অব সেক্যুলারিজম ইন বাংলাদেশ’। মূল প্রবন্ধ: প্রফেসার আব্দুুল মমিন চৌধুরী, ইউনিভার্সিটি কলেজ, লন্ডন।

৩ ফেব্র“য়ারি’ ২০১১: ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’। মূল প্রবন্ধ: ড. কে এম এ মালিক, কার্ডিফ ইউনিভার্সিটি।

২১ ফেব্র“য়ারি’ ২০১১: ‘স্ট্রাগলিং টু স্পিক: দ্য বেঙ্গলি লেঙ্গুয়েজ মুভমেন্ট’। মূল প্রবন্ধ: ড. হান্না-রুথ টমসন এবং প্রফেসর উইলিয়াম র‌্যাডিচি, দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস)।

৫ মার্চ’ ২০১১:  ‘দ্য রাইট টু রিপোর্ট: মিডিয়া  ফ্রিডম ইন বাংলাদেশ’। মূল প্রবন্ধ: মাইকেল হ্যারিস, ইনডেক্স অন সেন্সরশিপ।

৬ মার্চ’ ২০১১: ‘জিও-স্ট্রাটেজিক ইমপ্লিমেশন ফর বাংলাদেশ’। মূল প্রবন্ধ: রুম্মান আহমেদ।

এই সিরিজ বিতর্কের অংশ হিসেবে এর আগে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় ‘দ্য নেচার অব মুসলিম রোল ইন বেঙ্গল’ নামে একটি পর্র্ব । প্রফেসর আব্দুল মমিন চৌধুরী এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।