ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে র‌্যাবের হাতে এজহারভুক্ত ১১ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

সিলেট: নগরীর শেখঘাট ও ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি থানার এজহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে  র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হলেন, তামিম আহমেদ (২৭), রাজ্জাক জামান জনি (২৯), আমিনুল হক তুহিন (২৭), জিল্লুর রহমান (২৬),  তোফায়েল আহাম্মদ (২৭), সুরুজ মিয়া (৪৮), এম এ মতিন (২৯), মো. সেলিম আহাম্মদ (২৩), জিয়াউর রহমান টিপু (৩০), মতি মির্জা (৩৫), মো. জিল্লুল হক  জিল্লুল (৩৫)।



আসামিদের এসএমপি’র কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত বাংলানিউজকে জানান, গ্রেপ্তারকৃতরা গত হরতালের সময় পেট্রোল পাম্পে গাড়ি ভাংচুর করেছিল। তারা  এসএমপি’র কোতোয়ালি থানার মামলা নং-৪৫ তারিখ-১৩/১১/২০১০ ইং, ধারা-১৪৩/৩২৩/৩৪ দণ্ড বিধি এবং ১৯৭৪ সনের বিশেষ মতা আইনের ১৯(২) এর এজাহার নামীয় সন্দেহভাজন আসামি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।