ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

স্মৃতিঘেরা চবি ক্যাম্পাসেই চিরনিদ্রায় উপাচার্য আবু ইউসুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
স্মৃতিঘেরা চবি ক্যাম্পাসেই চিরনিদ্রায় উপাচার্য আবু ইউসুফ

চট্টগ্রাম: চার দশকের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই চিরনিদ্রায় শায়িত হলেন উপাচার্য ড. আবু ইউসুফ আলম। সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।



সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে উপাচার্য ড.আবু ইউসুফ আলমের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন শিামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এরপর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এছাড়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় সংপ্তি বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সবসময় নৈতিকতাবোধ থেকে ছাত্রছাত্রীদের মানুষ করার চেষ্টা করেছেন আবু ইউসুফ আলম। জীবনের পুরো সময়ই তিনি শিক্ষা অর্জন আর বিনিময়ের মধ্য দিয়ে কাটিয়েছেন। তার নৈতিকতাবোধের চেতনা সমুন্নত রেখে দেশের সব শিককে তাদের শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, প্রযুক্তি আর চারিত্রিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ’

এরপর সেখানে অনুষ্ঠিত জানাজায় শরীক হন শিক্ষামন্ত্রী, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সাংসদ আবুল কাশেম মাস্টার, সাংসদ আনম শামসুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, চট্টগ্রামের সাবেক দু’ মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও মীর মো. নাছির উদ্দিন, চবি’র সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, আওয়ামী লীগ নেতা এমএ সালাম, মোছলেমউদ্দিন আহমেদ, সাবেক চাকসু ভিপি ফজলুল হক, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

এর আগে দুপুরে আসরের নামাজের পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে মাঠে উপাচার্যের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় হাজার হাজার মানুষ জানাযায় শরীক হন।

ক্যাম্পাসে উপাচার্যের মরদেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়।

রোববার রাত ১০টা ২৫ মিনিটে উপাচার্য ড. আবু ইউসুফ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘীর পাড় এলাকায় নিজ বাসায় রাত ১০টার দিকে বুকে ব্যাথা অনুভব করার পর তাকে চমেক হাসপাতালের সিসিইউতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ড.আবু ইউসুফ আলম ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন। আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।