ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জবি’র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।



‘গ’ ইউনিটে ৬শ’ ৬০টি আসনের বিপরীতে দুই হাজার একশ’ ১৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এ ইউনিটে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৩৫ হাজার ৬শ’ চার জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website-G (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

এছাড়াও, যে কোনো মোবাইল ফোন এসএমএস’র মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ঔঘট লিখে একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: ‘ঈ’) লিখে আবার একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।