ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ ॥ পানছড়িতে অভিযোগ গঠন ১৩ মার্চ

মিলন ত্রিপুরা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

খাগড়াছড়ি: বিডিআর বিদ্রোহের ঘটনায় জেলার পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৭১ জওয়ানের বিরুদ্ধে আগামী ১৩ মার্চ অভিযোগ গঠন করা হবে। ওইদিন শুনানিও অনুষ্ঠিত হবে।



সোমবার সকাল ৯টায় খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৫-এ অভিযুক্তদের হাজির করা হয়।

মামলার প্রসিকিউটর ৩০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন তার বক্তব্যে অভিযুক্তদের বিদ্রোহে জড়িত থাকার বিবরণ তুলে ধরেন।

পরে বিশেষ আদালতের বিচারক প্যানেলের প্রধান চট্টগ্রাম বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করেন।

বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল মো. আব্দুন নূর ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ সাগর।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।