ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিটে উৎপাদন ফের শুরু

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

হবিহঞ্জ: দীর্ঘ দেড় মাস পর হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের ৩৫ মেগাওয়াট মতার ৯নং ইউনিটে উৎপাদন ফের শুরু হয়েছে। এর ফলে এ কেন্দ্র থেকে আগের মত মোট ৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে সোমবার থেকে।



শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বাংলানিউজকে জানান, সকাল ১০টায় ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে ৯নং ইউনিটটি চালু করা হয়।

ঢাকার অদূরের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রমেন বাবু ও পিডিবি’র প্রকৌশল উপদেষ্টা শেখ আব্দুর রহমান এবং শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেনের উপস্থিতিতে ইউনিটটি চালু হয়।

গত ১৩ অক্টোবর রাত ১২টা ১১ মিনিটে জেনারেটরের ‘রোটর গ্রাউন্ডেড’ হওয়ার কারণে ৯নং ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।



বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।