ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডিইপিজেডে দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ঢাকা: নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা না দেওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) দুটি প্রতিষ্ঠানে। এ শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।



দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে ঢাকা রিয়া লিমিটেড এবং ইলকোয়াং নামের দুটি তৈরি পোশাক কারখানায় ঢুকে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক বিক্ষোভের কারণে ইপিজেড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ডিইপিজেড-এর মহাব্যবস্থাপক আশরাফুল কবীর বাংলানিউজকে জানান, দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।