ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ বিডিআর জওয়ানের সাক্ষ্য গ্রহণ

উঁজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া: বিদ্রোহের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিডিআর ১ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ২৯ জওয়ানের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সোমবার।  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ সাক্ষ্য গ্রহণ করা হয়।

পরে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিশেষ আদালতের চতুর্থ দিনের কার্যক্রম চলে।

রোববার ২৯ জওয়ানের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করেন এবং আদালতের কাছে মা প্রার্থনা করেন। দুই জন নিজেদের নির্দোষ দাবি করেন।  

আদালতে সভাপতিত্ব করেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ